হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্য কী?
অনেকে হার্ট অ্যাটাক ও স্ট্রোককে মিলিয়ে ফেলে। বিষয়টি আসলে সম্পূর্ণ আলাদা। মূলত, হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডে হয়। আর স্ট্রোক হয় মস্তিষ্কে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৯১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক জিল্লুর রহমান। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক ও স্ট্রোক দুটোর পার্থক্য কী? কোন রোগীর ক্ষেত্রে কোথায় যাওয়া উচিত?
উত্তর : হার্ট অ্যাটাক হলো হার্টের অসুখ। আর স্ট্রোককে বলতে বোঝায় ব্রেন অ্যাটাক। স্ট্রোক করলে অবশ্যই নিউরোসার্জিক্যাল বা নিউরোলজিস্টের কাছে যেতে হবে। হার্ট অ্যাটাক হলে সাধারণত আমরা হার্টের হাসপাতালেই যাই।
প্রশ্ন : এটি উপসর্গ দিয়ে কি বোঝার কোনো উপায় রয়েছে?
উত্তর : অবশ্যই রয়েছে। হার্ট অ্যাটাকের রোগী সাধারণত বুকে ব্যথা নিয়ে আসে। সাধারণত অজ্ঞান হয় না। তীব্র বুক ব্যথা হয়। সঙ্গে সঙ্গে ঘাম হয়। সে ঘামতে থাকে। দেখা যায় রক্তচাপ নেমে যায়। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হলো বুকে ব্যথা, এরপর কথা বলতে না পারা, নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া, বুকে আঁটসাঁট অনুভব করা। এ ধরনের সমস্যা হয়। হঠাৎ করে খুব ঘাম হয়, রক্তচাপ নেমে যায়, শেষ মুহূর্তে অজ্ঞান হয়ে যায়।
আর স্ট্রোকের যে সমস্যা, সেখানে প্রথমেই রোগীর মস্তিষ্কে তীব্র মাথাব্যথা থাকবে। রোগীর একটি অংশ প্যারালাইজড হয়ে যায় অথবা খিঁচুনি হয়। তবে হার্ট অ্যাটাকের রোগী সাধারণত খিঁচুনি নিয়ে আসে না।