প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় রোবোটিক সার্জারি
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় সারা বিশ্বে এখন রোবোটিক সার্জারির প্রচলন শুরু হয়েছে। বাংলাদেশেও এই সার্জারি চালু হতে যাচ্ছে।
প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৪তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালে ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কীভাবে পরামর্শ দেন এই ক্ষেত্রে?
উত্তর : প্রোস্টেট ক্যানসার যখন হয়, আমরা রোগীদের বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন : কম ঝুঁকিপূর্ণ দল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ দল। যদি একজন মানুষের ১০ বছরের বেশি বাঁচার সম্ভাবনা না থাকে, তার যদি বড় ধরনের হার্টের রোগ বা অন্য কোনো ধরনের রোগ থাকে, যেটি থেকে সে মারা যেতে পারে, তাহলে আমরা এই রোগীকে কোনো চিকিৎসা দিই না। কারণ, প্রোস্টেট ক্যানসার খুবই ধীর গতির একটি টিউমার। ১০ বছরের মধ্যে হয়তো ভেতরেই থাকে। তাদের আমরা সারভিলেন্স বলি। তাদের আমরা নিয়মিত ইতিহাস নিই, মাঝে মাঝে আমরা রিপিট বায়োপসি করি, এগুলো দেখে আমরা সারভিলেন্স করি। যদি উচ্চ পর্যায়ে চলে যায়, তখন আমরা চিকিৎসাতে যাই। তবে যেগুলো একটু মধ্যমমানের টিউমার, প্রোস্টেটের ভেতর কনফাইন্ড থাকে, সেগুলোর জন্য আমরা, প্রোস্টেটের সার্জারি করি। সার্জারি করা যেতে পারে। অথবা রেডিয়েশন দেওয়া যেতে পারে। আজকাল দেখা যায়, বেশিরভাগ লোক সার্জারির পক্ষে যাচ্ছে, রেডিয়েশনের অনেক বেশি জটিলতা। সার্জারি আবার দুইভাবে করা যায়। একটি ওপেন সার্জারি, আরেকটি হলো রোবট এসিস্টেট সার্জারি। রোবোটিক সার্জারি প্রোস্টেটের জন্য সারা বিশ্বে খুবই জনপ্রিয় হয়েছে। বাংলাদেশে আমরা এটি শুরু করব। সব প্রযুক্তি চলে এসেছে। আশা করছি, খুব সফলভাবে করতে পারব। এখনও শুরু করতে পারিনি। আমরা এখনো ওপেন সার্জারি করি।