মেছতার চিকিৎসায় কেমিক্যাল পিলের খরচ কেমন?
মেছতার চিকিৎসায় মুখে লাগানোর ওষুধের পাশাপাশি অনেক সময় কেমিক্যাল পিল ব্যবহার করা হয়। কেমিক্যাল পিল একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। মুখের যেকোনো দাগ কমাতে এই চিকিৎসা বেশ কার্যকর।
মেছতার চিকিৎসায় ব্যবহার করা কেমিক্যাল পিলের খরচ কেমন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৭তম পর্বে কথা বলেছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্টে চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেছতার চিকিৎসায় কেমিক্যাল পিল কত দিন পর করতে হয়? এর খরচ কেমন?
উত্তর : কেমিক্যাল পিল সাধারণত তিন হাজার টাকা থেকে শুরু হয়। কারো ১৪ দিন পর পর আমরা করি, কারো প্রতি মাসে করি।
প্রশ্ন : কতগুলো সেশন লাগে?
উত্তর : রোগী অনুযায়ী বিষয়টি নির্ভর করে। সাধারণত বলা হয়, চার থেকে ছয়টা সেশন দেওয়ার পর সে ভালো অনুভব করবে। দেখা যায়, প্রথম সেশন নেওয়ার পরই রোগী অনেক সন্তুষ্ট থাকে। সে আবার আসতে থাকে। চার থেকে ছয়টি সেশনের পর ত্বকটা অনেক ভালো হয়ে যায়।