মাথাব্যথা হলে প্রাথমিকভাবে কী করবেন?
জীবনে কখনো না কখনো মাথাব্যথায় আক্রান্ত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মাথাব্যথার অন্যতম কারণের মধ্যে রয়েছে সাইনোসাইটিস, মাইগ্রেন, টেনশন হেডঅ্যাক ইত্যাদি। মাথাব্যথা হলে প্রাথমিকভাবে করণীয় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৬০তম পর্বে কথা বলেছেন ডা. সৌমিত্র সরকার। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মাথাব্যথা হলে আমরা অনেক সময় প্যারাসিটামল বা ব্যথানাশক ওষুধ খাই। আসলে মাথাব্যথা হলে প্রাথমিকভাবে করণীয় কী?
উত্তর : প্যারাসিটামল আসলে খুব সহজেই সবাই পেয়ে যায়। চিকিৎসাপত্র ছাড়া এটি মানুষ কিনতে পারে। যেহেতু এর পার্শ্বপ্রতিক্রিয়া কম, তাই মানুষ এটি সহজে পায়। আসলে যার মাথাব্যথা তীব্রভাবে হয়, সেটা যদি প্রথম না হয়, তাহলে কিন্তু ব্যক্তিটি জানে কী করতে হবে। অনেকে মাথায় পানি ঢালে বা প্যারাসিটামল খায়। এগুলো প্রাথমিকভাবে মাথাব্যথার চিকিৎসায় করা যেতে পারে। প্যারাসিটামল খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ নিয়ে। তবে এর পরও ব্যথা না কমলে চিকিৎসকের কাছে গিয়ে ভালোভাবে চিকিৎসা নিতে হবে।