কোমরব্যথা নির্ণয়ে যেসব পরীক্ষা করা হয়
কোমরব্যথা একটি প্রচলিত সমস্যা। ভুল অঙ্গবিন্যাসে বসা বা দাঁড়ানো, ডিস্ক প্রোলাপস, টানা বসে বা দাঁড়িয়ে থাকা ইত্যাদি কোমরব্যথার কারণ।
কোমরব্যথা কী কারণে হচ্ছে, এটি নির্ণয়ে অন্যতম পরীক্ষা হলো এমআরআই। এ ছাড়া ব্যথা নির্ণয়ে আরো পরীক্ষা রয়েছে। কোমরব্যথা নির্ণয়ের পরীক্ষা- নিরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৬৯তম পর্বে কথা বলেছেন ডা. সৌমিত্র সরকার।
র্ব্তমানে সৌমিত্র সরকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোমরব্যথা নির্ণয়ে কী পরীক্ষা করা হয়?
উত্তর : কোমরব্যথা নির্ণয়ে আমরা কিছু পরীক্ষা করি। প্রথমে আমরা একটি এক্স-রে করতে দেই। এক্স-রে করে দেখি মেরুদণ্ডটা ভাগ হয়ে গেছে কি না। এ ছাড়া রোগীর কিছু পরীক্ষা আমরা করি। রোগীকে অনেক সময় আঙুলের ওপর হাঁটতে বলি, ব্যায়াম করতে বলি। এর পর আমরা যেই পরীক্ষাটা দেই, সেটি হলো এমআরআই। এই পরীক্ষা দিয়ে আমরা রোগটি নির্ণয় করি।