চুল প্রতিস্থাপনের জন্য কী কী বিষয় দেখা হয়?
চুলপড়া রোধে একটি আধুনিক চিকিৎসা চুল প্রতিস্থাপন। তবে সবার ক্ষেত্রে এই চিকিৎসা করা যায় না। কিছু পরীক্ষা- নিরীক্ষা করে বুঝতে হয় ব্যক্তির চুল প্রতিস্থাপন করা যাবে কি না।
চুল প্রতিস্থাপন কাদের বেলায় করা যায় বা এই ক্ষেত্রে কী কী বিষয় দেখতে হয়, এ সম্পর্কে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৪তম পর্বে কথা বলেছেন আনোয়ার খান মডার্ন মেডিকেলের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক ডা. মেহরাব হোসেন।
প্রশ্ন : চুল প্রতিস্থাপন কারা করতে পারবেন?
উত্তর : চুল প্রতিস্থাপন বর্তমান বিশ্বের একটি আধুনিক চিকিৎসা। আমাদের দেশেও চুল প্রতিস্থাপন হচ্ছে। কয়েকটি সেন্টারে খুব ভালোভাবে হচ্ছে, বিশেষ করে ঢাকাতে।
চুল প্রতিস্থাপন কাদের বেলায় করা যাবে? আসলে এটি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। ব্যক্তির চুলের ফলিকল কেমন রয়েছে, সেটি দেখা হয় । অথবা যেখান থেকে চুলটা তোলা হবে, সেই অংশটা দেখে, কিছু রক্তের পরীক্ষা করে, চুল প্রতিস্থাপনের জন্য বলা হয়। এটি একটু ব্যয়্হুল। একটু সময়সাপেক্ষ। কিন্তু বাংলাদেশে হচ্ছে।
প্রশ্ন : কোথায় গেলে চুল প্রতিস্থাপনের সেবা পাওয়া যাবে?
উত্তর : বাংলাদেশে দুই তিনটি জায়গায় খুব ভালোভাবে চুল প্রতিস্থাপন হচ্ছে। যেমন বনানীতে রয়েছে লেজার ট্রিট, সেখানে অনেকদিন ধরে হচ্ছে; অরোরা স্কিন কেয়ার- এগুলোতে বেশ ভালোভাবে হচ্ছে। বিদেশে যাওয়া অনেকটা রোধ হচ্ছে আগে থেকে।