কীভাবে মুক্তি পাবেন ব্রণের দাগ থেকে?
ব্রণের দাগ নিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন। এটি সৌন্দর্যহানি ঘটায়। ব্রণের দাগ দূর করার চিকিৎসা কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৭০তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন।
বর্তমানে ডা. মেহরান হোসেন ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌনরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণের দাগ দূর করার উপায় কী?
উত্তর : ব্রণের দাগ কমানোর জন্য আমরা সাধারণত ডি পিগমেন্টারি অ্যাজেন্ট ব্যবহার করি। সবচেয়ে প্রচলিত হলো, হাইড্রোকুইনন। এটি সারা বিশ্বে ব্যবহৃত হয়। এটি সাধারণত সন্ধ্যায় লাগাতে হয়। এটি একটু জ্বলে। তাই আমরা এক বা দুই ঘণ্টা পর ধুয়ে ফেলতে বলি। এটি ব্যবহার করতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। কারণ, এটি সব বয়সে দেওয়া যায় না। সবাইকে দেওয়া যায় না। গর্ভবতী নারীদের এটি দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা মেনে চলতে হয়। তাই, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই এগুলো ব্যবহার করা প্রয়োজন। নিজে কিনে ব্যবহার করাটা ঠিক হবে না।