উচ্চ রক্তচাপে চোখের রক্তক্ষরণ হলে করণীয়
উচ্চ রক্তচাপের কারণে অনেক সময় রক্তনালি ছিঁড়ে চোখে রক্তক্ষরণ হতে পারে। এ সমস্যা হলে করণীয় কী, এ বিষয়ে কথা বলেছেন ডা. বজলুল বারী ভূঁইয়া।
বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫০৮তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : রক্তক্ষরণ হয়ে গেলে করণীয় কী?
উত্তর : তখন সে ক্ষেত্রে আমরা কিছু চিকিৎসার ব্যবস্থা নিই। প্রথম কথা হলো, যে কারণে রক্তক্ষরণ হয়েছে, সেটি যেন আর না হয়। এ জন্য রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা।
আমরা চোখের এনজিওগ্রাম করি বোঝার জন্য যে কতটুকু রক্তনালি নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে কী করণীয়? ইনজেকশন দেওয়ার প্রয়োজন হলে চোখের ভেতর কিছু ইনজেকশন দেওয়া হয়। পাশাপাশি যে জায়গাটুকু নষ্ট হয়ে গেছে, ওই জায়গাটা লেজার দিয়ে আমরা ঠিক করে দিই, যতটুকু রয়েছে, ততটুকু যেন ভালো থাকে।