প্রোস্টেট বড় হলে কিডনির কার্যক্ষমতা কমে?
প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষেরই থাকে। পুরুষের প্রজননতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি ছোট গ্রন্থি, যা মূত্রথলির নিচে থাকে। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে বিনাইন এনলার্জমেন্ট এবং প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে বিনাইন এনলার্জমেন্ট এবং প্রোস্টেট গ্রন্থির সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুদীপ দাশগুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. সুদীপ দাশগুপ্ত বলেন, পরিবারে যাঁরা আমাদের বয়স্ক অভিভাবক রয়েছেন, আমাদের বাবা-চাচা কিংবা দাদা, আমাদের যাঁরা মুরুব্বি, আমরা বলি এটা বাবাদের রোগ। কেননা, ৫০ বছর বয়স হলে পুরুষের এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে মূত্রতন্ত্রে কিছু সমস্যা সৃষ্টি করে থাকে। যেটা দুঃখজনক, কয়েক দিন আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে ছিলাম, দেখা যায় যে পুরুষ মানুষের এই সমস্যাটা আন্ডার-ডায়াগনোজড, অথবা তাঁরা নিজেরাও বুঝতে পারেন না, গুরুত্বও দেন না। কিন্তু যে সমস্যা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার কারণে প্রস্রাব যখন সরু নালিতে হয়, আলটিমেটলি যেটা হয়, মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রোস্টেটের চিকিৎসা যদি আমরা না দিই, তাহলে একসময় দেখা যায় কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে।
ডা. সুদীপ দাশগুপ্ত আরও বলেন, প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষের মূত্রনালি বা ইউরেথ্রা, তার একটি অংশ থাকে প্রোস্টেটিক ইউরেথ্রা; এই প্রোস্টেটের মধ্য দিয়ে কিন্তু মূত্রনালিটাও যায়। যখন প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় এবং এটা থাকে মূত্রথলির যে ব্লাডার আছে, তার ঠিক প্রবেশপথে। যখন প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়, তখনই মূত্রনালির উপর চাপ প্রয়োগ করে, ফলে প্রস্রাবের যে ধারাবাহিকতা, মানে প্রস্রাবের যে ধারা থাকে, সে ধারাটা সরু হয়ে যায়। আগের মতো প্রস্রাব হয় না। যেহেতু প্রস্রাবে সংক্রমণ হওয়ার সুযোগ থাকে, তারপর ঘনঘন প্রস্রাব হয়; এসব কারণ নিয়ে প্রোস্টেট বড় হওয়া রোগীরা আমাদের কাছে এসে থাকে।
প্রোস্টেট গ্রন্থি কী কাজ করে, ডা. সুদীপ দাশগুপ্ত বলেন, পুরুষের প্রোস্টেট থেকে যে নিঃসৃত রস, সেটা বীর্যের একটা উপাদান। প্রোস্টেট পুরুষেরই থাকে। কাজেই আমাদের সবার এ রোগটা সম্পর্কে সবার জানা দরকার।