নেদারল্যান্ডসের মালাসিয়াকে টানল ম্যানইউ
নতুন কোচ টেন হাগের যুগে প্রথম খেলোয়াড় টানল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের রক্ষণে জোর বাড়াতে ন্যাদারল্যান্ডসের তরুণ লেফট ব্যাক তাইরেল মালাসিয়াকে দলে ভিড়িয়েছে ম্যানইউ।
এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিবৃতিতে জানানো হয়, মালাসিয়ার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেছে ম্যানইউ। তবে দুপক্ষ চাইলে আরো এক বছর সুযোগ বাড়াতে পারবে। তবে তরুণ এই খেলোয়াড়ের ট্রান্সফার ফি নিয়ে কিছুই জানায়নি ইপিএলের ক্লাবটি।
মালাসিয়ার ট্রান্সফার নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, প্রায় এক কোটি ৩০ লাখ পাউন্ডে তাঁকে কিনেছে ম্যানইউ। এর সঙ্গে যোগ হতে পারে আরো ১৭ লাখ পাউন্ড।
ফুটবলে গেল মৌসুমটা একেবারেই ভালো কাটেনি ম্যানইউর। লিগে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে তারা। এমনকি চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিতে পারেনি ইপিএলের ক্লাবটি। বেশ চ্যালেঞ্জকে সামনে রেখে এবার নতুন মৌসুম শুরু করবে ম্যানইউ। নতুন মৌসুমে আগামী ৭ আগস্ট ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে দলটি।