আর্জেন্টাইন সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
কাতার বিশ্বকাপ ফুটবলের আজ টানটান উত্তেজনার দিন। দিনগত রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত মেসিবাহিনীর সফলতা কামনা করছেন দলটির ভক্তরা। বিভিন্ন জেলায় উৎসবমুখর আর্জেন্টিনার সমর্থকরা। আর কুড়িগ্রামে হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা। জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দুপুরে কচাকাটা থানার সুবলপাড় বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাহাট স্থলবন্দর ঘুরে আবার সুবলপাড় এসে শেষ হয়।
আর্জেন্টিনার জার্সি পরে শোভাযাত্রায় অংশ নেন কয়েকশ সমর্থক। শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রাটি নজর কাড়ে এলাকাবাসীর। তাদের অনেকেই সড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নাড়িয়ে অভিবাদন জানান।
শোভাযাত্রাটির আয়োজক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম তোহা জানান, আজ রাত ১টায় সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা। এ উপলক্ষে আমরা আর্জেন্টিনার ফ্যান ও সমর্থকদের উজ্জীবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করেছি। আমাদের প্রত্যাশা, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।’