কীর্তনখোলার চরে আটকে গেছে যাত্রীবাহী স্টিমার
বরিশালের কীর্তনখোলা নদীর চরে আটকে গেছে একটি যাত্রীবাহী স্টিমার। তবে নৌকা ও ট্রলারযোগে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার ভোরে ঘন কুয়াশায় চালক দিগভ্রান্ত হলে এ ঘটনা ঘটে।
বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোস্তফিজুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী স্টিমার পিএস মাসুদ বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে খুলনার দিকে যাচ্ছিল। এমন সময় ঘন কুয়াশার কারণে দিগভ্রান্ত হন চালক। ফরে স্টিমারটি কীর্তনখোলা নদীর চরে আটকা পড়ে।
এদিকে, স্টিমারটি চরে আটকে যাওয়ার পর এর এক হাজারের বেশি যাত্রীকে নৌকা ও ট্রলারে করে তীরে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে স্টিমারটিকে চর থেকে উদ্ধারের চেষ্টা চলছে।