পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের এক উপপরিদর্শক, পাঁচ কনস্টেবলসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে।
সোমবার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগৈলঝাড়ার পশ্চিম বাঘদা গ্রামের মো. মোকলেসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—আগৈলঝাড়া থানার উপপরিদর্শক হাবিবুর রহমান, কনস্টেবল মনির হোসেনসহ অজ্ঞাত চারজন এবং স্থানীয় বাসিন্দা শহীদুল মিয়া, জব্বার মিয়া, শাহীন মিয়া, মাসুদ মিয়া ও মান্নান মিয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, দীর্ঘ সাত বছর পর বাদীর স্ত্রী একটি পুত্রসন্তান প্রসব করলে বাদীর পরিবার খুশি হয়ে ২০ ফেব্রুয়ারি একটি ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করে। ওই দিন অনুষ্ঠানে ১০টি খাসি ও একটি গরু জবাই করে কয়েকশ লোকের খাবারের আয়োজন করে বাদীর পরিবার। বিকেল ৪টার দিকে উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ কনস্টেবল বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ টাকা না দিতে চাইলে পুলিশ সদস্যরা মামলার বাকি আসামিদের সহায়তায় মেহমানদের পিটিয়ে আহত করে তাড়িয়ে দেয় এবং খাবার-দাবার মাটিতে ফেলে দেয়।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক মো. শিহাবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপারকে (গৌরনদী সার্কেল) তদন্তের নির্দেশ দিয়েছেন।