উত্তর কোরিয়ার নতুন সেনাপ্রধান
নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছে কোরীয় উপদ্বীপের দেশ উত্তর কোরিয়া। গতকাল রোববার দেশটির সরকারি টেলিভিশনে কেসিএন-এ নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল রি মিয়ং সু-এর নাম ঘোষণা করা হয়েছে। ২০১১ সালে দেশটির সাবেক প্রশাসক কিম জং উলের মৃত্যুর পর তাঁর ছেলে কিম জং উন ক্ষমতায় এসে এ পর্যন্ত চার সেনাপ্রধান বদল করেছেন।
দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনে প্রথমে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে আকাশে সামরিক মহড়া সরাসরি সম্প্রচারের সময় জেনারেল রি মিয়ং সুকে কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) জেনারেল স্টাফ হিসেবে উল্লেখ করে। পরে বিকেলে ওই টেলিভিশনে প্রচারিত এক সংবাদে রি মিয়ং সু-কে সেনাপ্রধান হিসেবে নিয়োগের খবর নিশ্চিত করা হয়।
এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বলছে, আগের সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকরের কিছুদিন পর নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হলো। এর কিছুদিন আগে দেশটির সাবেক সামরিক প্রধান রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানিয়েছিল সিউলের সংবাদমাধ্যম।
সে সময় উ. কোরিয়ার বিভিন্ন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের উদ্ধৃতি দিয়ে দ. কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, রি ইয়ং-গিলের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষ তৈরি ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। তবে স্বাধীনভাবে এই খবর যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছিল বিশ্ব গণমাধ্যম।
এর আগে গত বছরের মে মাসে প্রতিরক্ষামন্ত্রী হায়ন ইয়ং-চলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও সংবাদ প্রচার করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম। তবে পিয়ংইয়ং এ সম্পর্কে কিছুই না জানালেও সেই প্রতিরক্ষামন্ত্রীকে আর কখনো জনসমক্ষে দেখা যায়নি কিংবা তাঁর কথাও শোনা যায়নি।