অ্যাশেজ
দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়াল অসিরা
প্রথম সেশনে রান পেতে বেশ বেগ পেতে হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ইংলিশ বোলারদের বোলিং তোপে দেখেশুনেই খেলছিল অসিরা। তবে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে তারা। তিন উইকেটে ৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনের লাঞ্চ বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনে ফিরে পেয়েছে নিজেদের। দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারায় অসিরা। এই সেশনে ৩০ ওভার খেলে এক উইকেটে ১১০ রান তোলে তারা।
সবমিলিয়ে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশন শেষে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬১ ওভারে চার উইকেটে ১৮৮ রান।
প্রথম সেশনে মন্থর অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনে রান সংগ্রহে গতি পায় ট্রাভিস হেডের ব্যাটে। মাত্র ৬০ বলে টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন তিনি। যদিও তাকে এরপর আর টিকতে দেননি ইংলিশ স্পিনার মঈন আলী। ৫০ রানেই মঈনের বলে জ্যাক ক্রলির তালুবন্দি হন হেড। ট্রাভিস হেড যতটা দ্রুত বেগে রান তুলেছেন, ততটাই দেখেশুনে খেলছেন উসমান খাজা। ইংলিশ বোলারদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ১৭৬ বলে ৮৪ রানে অপরাজিত আছেন খাজা। সঙ্গে ২১ রানে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন।
এর আগে প্রথম দিন আট উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ইংল্যান্ডের চেয়ে এখনও ২০৫ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া।