ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটাধিকার প্রয়োগে আসেন এসব ভোটারের অনেকে। ১২৪টি ভোটকেন্দ্রের অধীনে ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আরাফাত এ রহমান পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল হোসেন আলম পেয়েছেন পাঁচ হাজার ৬০৯ ভোট।
পরে ইসি সূত্রে জানা যায়, এই উপনির্বাচনে ১১ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে।