বিএনপির নেতারা সিঙ্গাপুরে ষড়যন্ত্র করছে : নানক
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। দেশটিতে যাওয়া বিএনপি নেতারা ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের নেতারা অস্ত্র মজুত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।
নানক বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের নেতারা দেশে অস্ত্র মজুত করতে শুরু করেছে। আরেক দিকে, মির্জা ফখরুলসহ তাদের নেতারা সিঙ্গাপুর গিয়ে ষড়যন্ত্র করছে। বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে করা যায় না। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী নেত্রী। তার নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আগামী নির্বাচনেও সরকার গঠন করবে আওয়ামী লীগ।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘গত কয়েকদিন আগে ছাত্রদলের ছয় নেতা অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের আরেক নেতার কাছে থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে প্রশাসন। কিসের কারণে তারা এই সমস্ত অস্ত্র মজুদ করছে?’
গত সাড়ে ১৪ বছরেও বিএনপি আন্দোলনে সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, ১০ ডিসেম্বর খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এরপরে সেপ্টেম্বর মাসে সময় দিয়েছেন এখন আবার অক্টোবরের কথা বলতেছেন।’
বিএনপি নেতাদের উদ্দেশে নানক বলেন, ‘আগামী নির্বাচনের মাঠে খেলা হবে। আপনারা নির্বাচনে আসবেন কি আসবেন না, সেটা আপনাদের ব্যাপার। সংবিধান অনুযায়ী, যথাসময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে, এর জবাব রাজপথে দেওয়া হবে।’