ভারত-কানাডা ইস্যুর গল্প বলবে কি শাহরুখের ‘ডানকি’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/19/srk_with_rajkumar_c.jpg)
রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খান। ছবি : সংগৃহীত
কয়েকদিন আগেই গোটা বিশ্বে হাজার কোটির গণ্ডি পেরিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। ভক্তরা এবার মুখিয়ে আছেন কিং খানের পরের সিনেমা ‘ডানকি’র জন্য। এরই মধ্যে মুক্তির দিনও চূড়ান্ত।
চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। তবে এর গল্প প্রসঙ্গে এখনও খুব একটা অবগত নন ভক্তরা। এবার ফাঁস হয়ে গেল পরিচালক রাজকুমার হিরানির এই সিনেমার চিত্রনাট্য।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের পরবর্তী সিনেমা ‘ডানকি’ গল্পে উঠে আসছে ভারত ও কানাডার অভিবাসনের গল্প। কানাডার অনুপ্রবেশের গল্পই দেখা যাবে শাহরুখের সিনেমাটিতে।
শাহরুখ খান, রাজকুমার হিরানি এবং জিও স্টুডিওজের প্রযোজনায় নির্মাণ হয়েছে সিনেমাটি। আর এতে শাহরুখ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা ও বোমান ইরানি প্রমুখ।