মাদকাসক্ত ব্যক্তি যেন মন্দিরে নিরাপত্তার দায়িত্ব না পায় : ডেপুটি স্পিকার
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ‘দেশে অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের সবার। নিরাপত্তা বলয় তৈরি করা আমাদের দায়িত্ব। মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেওয়া যাবে না।’
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলকে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ দেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে।’
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে সাঁথিয়া উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডেপুটি স্পিকার টুকু বলেন, ‘শ্রমিকের ঘামে ও শ্রমে এ দেশের উন্নয়ন হয়। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়—সেদিকে মালিকপক্ষকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় কৃষক, শ্রমিক ও শোষিতের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে।’