আপনার জিজ্ঞাসা
শুক্রবার বা ঈদের দিনে কবর জিয়ারত করা সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শতকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২৯তম পর্বে একজন জানতে চেয়েছেন, শুক্রবার বা ঈদের দিনে কবর জিয়ারত করা সঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : শুক্রবার বা ঈদের দিনে কবর জিয়ারত করা সঠিক?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আপনি শুক্রবার কিংবা ঈদের দিনে কবর জিয়ারত নিয়ে জানতে চেয়েছেন। এক্ষেত্রে বলব, কবর জিয়ারত করা জায়েজ। এটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কবর জিয়ারতের জন্য ফিক্সড দিন ঠিক করা ঠিক নয়। যেমন—শুক্রবার কিংবা ঈদের দিন বিশেষভাবে কবর জিয়ারত করা এসব ঠিক নয়। আপনি যে কোনো দিন করতে পারেন। ঈদের দিন বা শুক্রবার আপনি যদি কবরের পাশ দিয়ে যান তাহলে কবর জিয়ারত করবেন। কিন্তু ধরেন নির্দিষ্ট করে বিশেষ দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা যাবে না। মানে বিধান বানানো যাবে না। আপনি এমনেই করতে পারেন। সেটা ঈদের দিন বা শুক্রবার বা যে কোনো দিন। কিন্তু অবশ্যই বিধান করা যাবে না।