বৃষ্টির জন্য সাভারে বিশেষ নামাজ আদায়
প্রচণ্ড দাবদাহ, প্রখর রোদ আর গরম থেকে মুক্তি ও বৃষ্টির আশায় সাভারের ধামরাইয়ে বিশেষ ‘ইস্তিসকার সালাত’ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার শরিফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার মাঠে বিশেষ এ নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজে কয়েকশ’ মুসল্লি অংশ নেন।
নামাজে ইমামতি করেন শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় দুহাত তুলে বিশেষ মোনাজাতে কান্নাকাটি করেন মুসল্লিরা।
নামাজ পড়তে আসা স্থানীয় বাসিন্দা খালিদ বিন আব্দুল আজিজ বলেন, ‘গরমে হাঁসফাঁস অবস্থা। কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি চেয়েছি। যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এ নামাজ ও দোয়ার মাধ্যমে সেই কাজ করা হলো। মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।’
নামাজের ইমাম প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার বলেন, ‘ধামরাইয়ের কয়েকটি গ্রামের মুসল্লিরা একত্রিত হয়ে ইস্তিসকার সালাত আদায় করেছি। আল্লাহ তা-আলার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে বৃষ্টি প্রদান করেন। সারা দেশবাসী তীব্র এ গরমে যে কষ্ট করছেন সেটি যেন বৃষ্টি দিয়ে আল্লাহ লাঘব করে দেন, এই দোয়া করেছি।’