রোহিত-কোহলির জার্সি তুলে রাখার প্রস্তাব
ফুটবলে জার্সি নম্বর তুলে রাখার প্রচলন আছে। বিশেষত, ক্লাব ফুটবলে অনেক দলই এমনটি করেছে। ক্রিকেটে সেই প্রচলন নেই বললেই চলে। তবে, ভারতের সাবেক তারকা সুরেশ রায়না মনে করে করেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির জার্সি তুলে রাখা উচিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে সেই আবেদন জানিয়েছেন রায়না। নিজেদের প্রতিবেদনে আজ শুক্রবার (৫ জুলাই) এমনটিই জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম।
রায়না বলেন, ‘আমি বিসিসিআইকে অনুরোধ করব কোহলির ১৮ এবং রোহিতের ৪৫ নম্বর জার্সি তুলে রাখতে। এই দুটি নম্বর গায়ে চাপিয়ে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন তারা। তাদের মতো এই জার্সিরও অবসর দরকার। অন্যরা এতে অনুপ্রেরণা পাবে। তরুণরা এই দুটি নম্বর দেখে উপলব্ধি করতে পারবে, কত ঝড়ঝাপ্টা সামলে তারা বিশ্বজয়ী হয়েছে।’
ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্র রোহিত ও কোহলি। একসঙ্গে দলকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। শচীন টেন্ডুলকার তার অবসরের সময় বলেছিলেন–‘আমি মনে করি ভারতীয় ক্রিকেটে কোহলি ও রোহিতের আমার রেকর্ড ভাঙার সামর্থ্য আছে।’ কোহলি ইতোমধ্যে ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করেছেন। রোহিত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন দুজনই। বিশ্বকাপ জয়ের পর গত ২৯ জুন অবসরের ঘোষণা দেন কোহলি। এরপর তার দেখানো পথে হেঁটে রোহিতও জানান, টি-টোয়েন্টিতে আর নয়। দুজনই জানান, বিশ্বকাপ জিতে অবসর নেওয়ার মতো আনন্দের আর কিছু হতে পারে না।