সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের দাফন সম্পন্ন
বরেণ্য সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের দাফন বনানী কবরস্থানে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডি-৬ এর ঈদগাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে পাপিয়া সারোয়ার ইন্তেকাল করেন। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। আজ শুক্রবার সকাল ৯টায় মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির ছায়ানট ভবনে, সেখানে শিল্পীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মরদেহ। সেখানে তার সহকর্মী, ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হয় ধানমন্ডি ২৮ নম্বরের বাসায়।দুপুরে জানাজার পর বনানী কবরস্থানে দাফন হয় পাপিয়া সারোয়ারের।
দেশে ও বাইরে পাপিয়া সারোয়ারের বেশ জনপ্রিয়তা ছিল। দীর্ঘ বছরের ক্যারিয়ারে একের পর এক গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন এই গুণী শিল্পী।
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনিই প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে সেখানে স্নাতক করার সুযোগ পান। আর এর আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন।