অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণ করে চিঠি
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়েছে। নিয়ম ভেঙে বিপুল ঋণ দেওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সই করা একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার ঋণ দুর্নীতির ঘটনায় অগ্রণী ব্যাংক থেকে এমডি অপসারণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অপসারিত এমডির বিরুদ্ধে অভিযোগ, তিনি সানমুন গ্রুপ ও তানাকা ট্রেডিং নামের প্রতিষ্ঠানকে নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ দিয়েছেন।
এর আগে ওই এমডির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। নোটিশের উত্তর দিলেও কেন্দ্রীয় ব্যাংক তা গ্রহণ করেনি।
এদিকে, অবসরের মাত্র ১০ দিন আগে এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হলো।