মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
মাদারীপুর শহরের চৌধুরী ক্লিনিকে চিকিৎসকদের অবহেলায় অন্তঃসত্ত্বা এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার রাত ৮টার দিকে মারা যাওয়া ওই নারীর স্বজনরা এ অভিযোগে ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের পাঠককান্দি এলাকার জাকির হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী ফারজানা বেগমের (২৬) পেটে ব্যথা উঠলে আজ বুধবার সকাল ৯টার দিকে চৌধুরী ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক খালেদা খানম রোগী ফারজানাকে অপারেশন করতে হবে—এ কথা বলে বিকেল ৫টায় অপারেশন থিয়েটারে নেন। এর পর রাত ৮টার দিকে ক্লিনিকের চিকিৎসকরা ফারজানার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়ে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেন। এ সময় ফারজানার স্বজনরা বুঝতে পারেন, সে মারা গেছে। তবে এরই মধ্যে ক্লিনিকের চিকিৎসকরা সরে পড়ে।
এ ঘটনার পর থেকে রোগীর স্বজনা ক্লিনিকের সামনে বিক্ষোভ শুরু করেন। রাত ৯টার পরিস্থিতি সামাল দিতে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
মৃত ফারজানার স্বামী জাকির হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি স্ত্রী হত্যার বিচার চাই।’
মাদারীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
চিকিৎসকরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।