১০ টাকার চাল বেশি দামে বিক্রি, দুই ডিলারকে জরিমানা
মাদারীপুরের শিবচর উপজেলায় হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরের চাল বেশি দামে বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে দুই ডিলারকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবচর ইউনিয়নের চর শ্যামাইল কাজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ দুই ডিলার হলেন গোলাম রব্বানী ও রাসেল ফকির।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরের চাল বেশি দামে বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে এই দুই ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় আবার এ ধরনের অপরাধ করলে জেলসহ কঠোর সাজার হুঁশিয়ারি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ইমরান আহমেদ বলেন, ‘হতদরিদ্রদের জন্য সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে অসদুপায় অবলম্বনের অপরাধে দুই ডিলারকে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। পরে এ ধরনের অপরাধের অভিযোগ পেলে জেলসহ কঠোর সাজা দেওয়া হবে।’