কিশোরকে আটকে দুদিন ধরে নির্যাতন
মোবাইল চুরির অভিযোগ আনা হয় মেহেদী হাসান (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। দুই দিন ধরে তাকে ঘরের ভেতরে আর বৃষ্টিতে গাছের বেঁধে আটকে রাখা হয়। আর চলে নির্যাতন।
খবর পেয়ে গতকাল রোববার মেহেদীকে উদ্ধার করে পুলিশ। তখন মেহেদীর হাতে, পায়ে ও গলায় শিকল বাঁধা ছিল। মাদারীপুরের শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে। শিবচর থানা পুলিশ মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
মেহেদীকে আটকে নির্যাতনের অভিযোগ ওঠেছে শিবচরের বাসিন্দা কামরুল ব্যাপারীর বিরুদ্ধে। কামরুল শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার ব্যাপারীর ভাই।
মেহেদীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কামরুলকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে কামরুলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কিশোর মেহেদী শিবচরের কাদিরপুর ইউনিয়নের পাশে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর পশ্চিম কাজীকান্দি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের কর্মী। বিভিন্ন গ্রামে ডিস লাইনের সংযোগ ও মেরামতের কাজ করে।
ঈদের আগে মেহেদী কামরুল ব্যাপারীর বাড়িতে ডিসের লাইনের কাজ করে। ওই সময় কামরুলের দুটি মোবাইল ফোনসেট হারিয়ে যায়। এরই জের ধরে গত শনিবার মেহেদীকে বাড়িতে ডেকে আনেন কামরুল।
মেহেদী জানায়, আসার পরই মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করতে থাকেন কামরুল। এরপর গাছের সঙ্গে বৃষ্টির মধ্যেই বেঁধে রাখেন। পরে হাত, পা ও গলায় শিকল বেঁধে ঘরে আটকে রাখে। এ সময় কামরুল অনেক মারধর করে বলে জানায় মেহেদী।
স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে গতকাল রোববার সন্ধ্যা ৬টায় পুলিশ মেহেদীকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহিদা তাসনিম মুনমুন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মেহেদীকে আনা হয়। প্রাথমিকভাবে আমরা যা দেখলাম তার দুই হাঁটু ফুলে আছে। দুই পায়ে এবং সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এক্স-রে করতে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।’
যোগাযোগ করা হলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেহেদীকে উদ্ধার করার সময় অভিযুক্ত কামরুলকেও আটক করা হয়। কিন্তু ভাইস চেয়ারম্যান দেলোয়ার তাঁর ভাইকে আটকে বাধা দেন। পরে অবশ্য কামরুলকে আটক করা হয়।