অক্ষয় ‘প্যাডম্যান’, স্ত্রী হবেন রাধিকা
সুপারম্যান নয়, স্পাইডারম্যান নয়, অ্যান্টম্যান নয়— ‘প্যাডম্যান’ নামে এক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন অক্ষয় কুমার। না, এটির কাহিনী হলিউডের ছবিগুলোর মতো কোনো কাল্পনিক সুপার হিরোর গল্পের মতোও নয়; বরং বাস্তবেরই এক ‘হিরো’কে নিয়ে বানানো হবে এই চলচ্চিত্র। বলিউড লাইফের খবর থেকে জানা যায়, অক্ষয়ের সঙ্গে এই ছবিতে আরো অভিনয় করবেন সোনাম কাপুর ও রাধিকা আপ্তে।
রাধিকা আপ্তে গেল বছরটি পার করেছেন বেশ ভালোভাবেই। ফোবিয়া, পারছেদ ও কাবালি—রাধিকার এ তিনটি ছবিই ছিল ব্যবসায়িকভাবে সফল, পেয়েছে সমালোচকদের প্রশংসা। এর ধারাবাহিকতা চলতি বছরেও থাকছে বলেই মনে করছেন অনেকে। কারণ, ‘প্যাডম্যান’ হতে যাচ্ছে ব্যবসায়িক ছবির বাইরে একটি সমাজ সচেতনতামূলক চলচ্চিত্র। শোনা যাচ্ছে, আর বাল্কি পরিচালিত এই ছবিতে রাধিকা আপ্তে অভিনয় করবেন অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকায়।
এ প্রকল্পের সঙ্গে জড়িত এমন এক সূত্র বলিউড লাইফকে বলেন, ‘রাধিকা একজন খুঁতখুঁতে স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। বিয়ের পর তিনি তাঁর ঋতুস্রাব বিষয়টি নিয়ে স্বামীর কাছে বিব্রতকর অবস্থায় পড়েন। তাঁর স্বামী অক্ষয় যদি তাঁর ও অন্য মেয়েদের ঋতুস্রাবের বিষয়ে নিজের মনের কুসংস্কার দূর না করেন, তাহলে তাঁকে ছেড়ে চলে যাবেন বলে হুমকি দেন রাধিকা। যখন অক্ষয় এটা করেন না, তখন রাধিকা তাঁকে ছেড়ে চলে যান। তবে চিন্তার কিছুর নেই, হাসিখুশিতে ভরা ছবিটির শেষে শুভ সমাপ্তিই ঘটে।’
টুইঙ্কেল খান্না প্রযোজিত ‘প্যাডম্যান’ ছবিটি নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কারণ, রাধিকা আপ্তে শুধু নয়, ছবিতে থাকছেন সোনম কাপুরও। ‘থ্যাঙ্ক ইউ’ ছবিটির পর অক্ষয় কুমার ও সোনম কাপুর আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তবে রাধিকার সঙ্গে এটাই হবে অক্ষয়ের প্রথম ছবি।
‘প্যাডম্যান’ ছবিটি তৈরি হচ্ছে বাস্তবের এক সত্যি ঘটনা নিয়ে। তামিলনাড়ুর এক লোক, নাম অরুণাচলম মুরুগানান্থাম, পরিস্থিতির চাপে তিনি নারীদের ঋতুস্রাবের ব্যাপারে অবগত হন। বিষয়টি অনুধাবন করে তিনি গ্রামের সাধারণ নারীদের প্রথমবারের মতো স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে জানান। তাদের ‘প্যাড’ ব্যবহারে উদ্বুদ্ধ করেন। শুধু তাই নয়, তিনি স্বল্পমূল্যে ‘প্যাড’ নির্মাণও শুরু করেন গ্রামের গরিব নারীদের জন্য। তামিলনাড়ুর এই মুরুগানান্থাম এখন একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত। এ কারণেই তাঁকে ‘প্যাডম্যান’ বলা হয়। সমাজে এই অবদানের জন্য গত বছর তিনি পৃথিবীর ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন এবং ২০১৬ সালে ভারতের রাষ্ট্রীয় পদক পদ্মশ্রীতে ভূষিত হন। মুরুগানান্থামের ভূমিকাতেই অভিনয় করবেন অক্ষয় কুমার।