পুকুরে বাসন ধোয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরে থালা-বাসন ধোয়াকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে শারীরিক প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
গতকাল শনিবার রাতে উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. আরিফ। তিনি হাজীপুর এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সন্ধ্যায় হাজীপুর গ্রামে বাড়ির পাশে যৌথ মালিকানাধীন পুকুরে থালা-বাসন ধোয়াকে কেন্দ্র করে নারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে ওই বাড়ির পুকুরের একটি অংশের মালিক আরবেস আলী ও আবদুল খালিক মেম্বারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
ওসি আরো বলেন, সংঘর্ষে ইট-পাটকেল ও দেশি অস্ত্রের আঘাতে উভয় পক্ষের সাতজন আহত হন। তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে আরিফকে মৃত ঘোষণা করা হয়। তাঁর লাশ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।