হিস্টেরোস্কোপি কী?
রোগ নির্ণয়ের একটি অন্যতম পদ্ধতি হিস্টেরোস্কোপি। এটি দিয়ে চিকিৎসাও করা যায়। সাধারণত নারী স্বাস্থ্যজনিত সমস্যায় এই পদ্ধতি ব্যবহার করা হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. তৌহিদা আহসান। বর্তমানে তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হিস্টেরোস্কোপি বলতে কী বোঝায়?
উত্তর : হিস্টেরো হলো ইউটেরাস। আর ইউটেরাস হলো জরায়ু। আর স্কোপি হলো, দেখা। আসলে জরায়ুর ভেতরটাই আমরা দেখি হিস্টেরোস্কোপির মাধ্যমে। তিনটি দেয়াল থাকে।
ক্যাভিটি থাকে, লাইনিং থাকে, এন্ড্রোমেট্রিয়াম থাকে, তার বাইরে থাকে মায়োমেট্রিয়াম। এরপর একটি পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে।
আসলে হিস্টেরোস্কোপি হলো, জরায়ুর মুখে চিকন টেলিস্কোপ ঢুকিয়ে, দেখা এবং প্রয়োজনে অস্ত্রোপচার করা । এটি দুইভাবে ব্যবহার করা যেতে পারে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে।