একবার লেসিক করলে কি সারা জীবনের জন্য থাকে?
চোখের লেজার সার্জারি হলো লেসিক। সাধারণত দূরে যারা দেখতে পান না, তাদের দৃষ্টি ঠিক করার জন্য এটি করা হয়। লেসিক কি একবার করলেই হয়? না কি বার বার করতে হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৮৪তম পর্বে কথা বলেছেন ডা.সিদ্দিকুর রহমান। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালে গ্লুকোমা অ্যান্ড রিফ্রাকটিভ সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একবার লেসিক করলে সেটি কি সারা জীবনের জন্য থাকে?
উত্তর : আমরা যদি মোটাদাগে বলি, আমাদের জীবনের জন্য যা প্রয়োজন সে হিসেবে সারা জীবনই থাকে। কিন্তু চোখের কর্নিয়াই তো নয়, দেখার জন্য তো আরো অনেক বিষয় রয়েছে। এতে দেখা যায়, যদি চোখের পাওয়ার এমনিতে পরিবর্তন না হয়, তাহলে সারা জীবন চলে। যদি চালশে জনিত সমস্যা হয়, তার জন্য হয়তো লাগবে বা যদি চোখে ছানি হয়, তার জন্য হয়তো চশমা লাগতে পারে। তবে যেই কারণে লেসিক করা হয়েছে, সেটিতে আর লাগবে না।
প্রশ্ন : চল্লিশ বছরের বেশি যে সমস্যা তার জন্য চশমা লাগবে?
উত্তর : হ্যাঁ, লাগবে। তবে এটির জন্যও এখন লেসিক এসছে। প্রেস বাই লেসিক বলি আমরা। কিন্তু এটি এখন সারা বিশ্বেই জনপ্রিয় হয়নি। প্রেস বায়োপিয়া আসলে পরিবর্তনশীল। ৪০ বছরে একটি পাওয়ার লাগে, ৪৫ বছরে একটি পাওয়ার লাগে, ৫০ -এ গেলে আবার পরিবর্তন হয়। এই পরিবর্তনটা তো আর লেসিক করলে ঠিক হচ্ছে না। তাই অধিকাংশরা ৫০ বছর পার হওয়ার পর করে। ৫০ এরপর যত বছর হোক পাওয়ার একই থাকে। ৫০ এর পরে গিয়ে একজন মানুষ চশমা পরা থেকে আর মুক্তি পেতে চান না। খরচের একটি বিষয় থাকে। আর ১০ বছর ধরে তো সে চশমা পরে, তাই হয়তো ভাবে, আর কী বদলাবে।