চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসানুজ্জামান মণ্ডল (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হাসানুজ্জামান নওদা বণ্ডবিল গ্রামের মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে। তিনি আরএনবি ইটভাটার মালিক ছিলেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসানুজ্জামান মোটরসাইকেল চালিয়ে উপজেলার মুন্সীগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রোয়াকুলি এলাকায় একটি ট্রাক তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আশিকুর রহমান চৌধুরী বলেন, হাসানুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে।