শীতকালে শ্বাসতন্ত্রের সমস্যা সমাধানের উপায়
শীতকালে শ্বাসতন্ত্রের সমস্যা বাড়ে। নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা ইত্যাদি শ্বাসতন্ত্রের রোগ। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এসব রোগ দেহে বাসা বাঁধে।
শীতকালে শ্বাসতন্ত্রের সমস্যা সমাধানের উপায় জানিয়েছে ডা. আবিদ হোসেন মোল্লা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৫৬তম পর্বে সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
প্রশ্ন : শীতে শ্বাসতন্ত্রের সমস্যা প্রতিরোধে করণীয়?
উত্তর : চিকিৎসক যদি মনে করে কোনো মানুষের জন্মগতভাবে রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তাহলে সংক্রমণ প্রতিরোধের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়। সেখানে তাকে হয়তো প্রতিরোধক অ্যান্টিবায়োটিক দীর্ঘ সময়ের জন্য দিতে হয়। একে বলে, অ্যান্টিবায়োটিক প্রোফাইল এক্সিস। এর সঙ্গে অ্যান্টি ফাঙালও দিতে হয়। কারণ, মানুষের দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাহলে যেকোনো ধরনের রোগ বাসা বাঁধতে পারে।
দুই নম্বর হলো, যদি কোনো শিশু আসে, সে বারে বারে নিউমোনিয়ায় ভুগছে, পরীক্ষা করে যদি দেখা যায়, তার ফুসফুসে জন্মগতভাবে অস্বাভাবিকতা রয়েছে, তখন চিকিৎসা দিতে হবে।
আমি যদি বলি, একটি ফুসফুসের মধ্যে সিস্ট রয়েছে, অস্বাভাবিক একটি গঠন, ওখানে ফুসফুসের সমস্ত নিঃসরণগুলো জমে যায়। শ্বাস নেওয়ার সময় কিছু জীবাণু দেহে প্রবেশ করে, সেগুলো ওখানে গিয়ে বাসা বাঁধে। ধীরে ধীরে সমস্ত ফুসফুস সংক্রমিত করে ফেলে। তাহলে এর চিকিৎসা কী হতে পারে? এর চিকিৎসা কেবল ওষুধ দিয়ে হবে না। সার্জন দিয়ে অস্ত্রোপচার করে ফেলতে হবে। এভাবে বিভিন্ন কেস নির্ণয় করে, তার কারণ বের করে, চিকিৎসা দিতে হবে।