ভালোবাসা দিবসে মেক্সিকোতে হাজারো নারীর তুমুল বিক্ষোভ
নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে মেক্সিকোর প্রেসিডেন্সিয়াল ভবনে জড়ো হন হাজারো নারী। সেখানে তাঁরা ‘আর কোনো হত্যা নয়’ বলে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া ভবনের দেয়ালে লাল রং দিয়ে ‘ফেমিসাইড (পুরুষের হাতে নারী হত্যা) রাষ্ট্র’ লেখা ছাড়াও বিক্ষোভকারী নারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। গতকাল শুক্রবার ভালোবাসা দিবসে এ প্রতিবাদ জানান তাঁরা।
এর আগে মেক্সিকোতে ২৫ বছর বয়সী ইনগ্রিদ এসক্যামিলা নামের এক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার পরই দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমে ওই নারীর মৃত্যুর বিকৃত ছবি প্রকাশ করা হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন মেক্সিকোর অসংখ্য নারী। এরই অংশ হিসেবে প্রেসিডেন্সিয়াল ভবনে জড়ো হয়ে গতকাল বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভকারী নারীরা জানান, ইনগ্রিদ এসক্যামিলার হত্যাকাণ্ড মেক্সিকোতে অসংখ্য নারীকে নির্মম হত্যাকাণ্ডের একটি উদাহরণ মাত্র। সেখানে নারীরা সাংবাদিকতায় দায়িত্বশীলতার পরিচয় দেওয়ারও দাবি জানান।
মেক্সিকোতে প্রতিদিন গড়ে ১০ জন নারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে গত বছর পুরুষের হাতে নারী হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড ছাড়িয়ে যায়।
এর মধ্যে ২০১৭ সালে খুন হওয়া এক নারীর মা ফ্লোরেনসিও গুয়েরেরো বলেন, ‘শুধু ইনগ্রিদই নয়, হাজারো নারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনা কেবল আমাদের ক্রোধ বাড়িয়ে দেয়।’
এ ছাড়া প্রেসিডেন্সিয়াল ভবনের ভেতরে থাকা মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে নারীদের প্রতি সহিংসতা বন্ধে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গুয়েরেরো।
এদিকে রাষ্ট্রীয় ভবনের ভেতরে থাকা প্রেসিডেন্ট লোপেজ জানান, এ ধরনের হত্যাকাণ্ড নৃশংসতা। তিনি বলেন, ‘আমি বালুর ভেতরে মাথা গুঁজে রাখছি না। সরকার সব সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট।’ তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোনো পদক্ষেপের কথা উল্লেখ করেননি তিনি।