চট্টগ্রামে ১০ পয়েন্ট চান ক্যারিবীয় কোচ
তিন ম্যাচ সিরিজের দুটিতে বাংলাদেশের কাছে হেরে এরই মধ্যে ২০ পয়েন্ট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সফরকারীদের লক্ষ্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়। আগামীকাল সোমবার মাঠে গড়াবে শেষ ওয়ানডে। ম্যাচটিতে জয় দিয়ে ১০ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সের।
চলমান ওয়ানডে সিরিজটি দিয়ে বিশ্বকাপ সুপার লিগ শুরু করছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই লিগকে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে। আয়োজক দেশ ভারতসহ সুপার লিগের প্রথম সাতটি দল বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। বাকি দলগুলোকে খেলতে হবে আরেকটি বাছাই পর্ব।
এরই মধ্যে ২০ পয়েন্ট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার চট্টগ্রামের মাটিতে শেষ ম্যাচে জয়ের লক্ষ্য ক্যারিবীয় কোচের। ফিল সিমন্স বলেন, ‘আমরা এখানে ৩০ পয়েন্টের জন্য এসেছিলাম। এখনও এই সিরিজ থেকে ১০ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের। সবচেয়ে বড় ব্যাপার হলো উন্নতি করা। ১২২ রানের পর আমরা ১৪৮ করেছি। কিন্তু আমাদের ২৩০-২৫০ রান করতে হবে, যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। বোলারদের লড়াই করার জন্য তো কিছু দিতে হবে। অবশ্যই ১০ পয়েন্ট পাওয়া আমাদের মূল লক্ষ্য।’
অতিথি কোচ আরো বলেন, ‘আমার চেয়ে দলের কাছে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে তারা কী করতে পারে, তা দেখানোর সুযোগ এটি। ২০২৩ বিশ্বকাপ, শ্রীলঙ্কা সিরিজ এবং এর পরেও দলে জায়গা করে নেওয়ার সুযোগ খেলোয়াড়দের জন্য।’
বিশ্বকাপ সুপার লিগে খেলবে মোট ১৩টি দল। বারোটি টেস্ট খেলুড়ে দেশ ছাড়া থাকছে ওয়ানডে মর্যাদা পাওয়া নেদারল্যান্ডস। প্রত্যেক দেশকে মোট আটটি সিরিজ খেলতে হবে। এর মধ্যে চারটি হোম, চারটি অ্যাওয়ে। প্রত্যেক সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে।
একটি ওয়ানডে জয়ের জন্য দলগুলো ১০ পয়েন্ট পাবে। হারলে শূন্য। টাই হলে বা ম্যাচ পণ্ড হলে দুদলের মধ্যে ১০ পয়েন্ট সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।