প্রকাশক দীপন হত্যার ঘটনায় মামলা
জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় একটি মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।
শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা, উপপরিদর্শক আনারুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, আজ দুপুর সোয়া ২টার দিকে দীপনের স্ত্রী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে পরিদর্শক মো. শাহীন ফকিরকে। শিগগিরই মামলার তদন্তকাজ শুরু হবে।
এর আগে আজ দুপুর ১২টার দিকে দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যান। সেখানেই মামলার প্রস্তুতি নেওয়া হয়।
এ সময় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আবারও বলেন, ‘এ সমস্যার সমাধান করতে হলে সবার মধ্যে শুভবুদ্ধির জাগরণ দরকার। দেশে এ যাবৎ কোনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বিচার প্রক্রিয়ার ওপর আস্থা কম, আর তাই ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে মামলা করতে রাজি হইনি।’