ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ১৪ বছর পর ক্যামেরার সামনে রোজিনা
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা দীর্ঘ বিরতির পর আবার লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন। প্রায় ১৪ বছর পর অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ‘ফিরে দেখা’ শিরোনামের একটি ঢাকাই সিনেমার শুটিং করেছেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
সবশেষ রোজিনাকে ঢাকাই সিনেমায় দেখা গিয়েছিল ২০০৬ সালে মুক্তি পাওয়া মতিন রহমানের ‘রাক্ষসী’ সিনেমায়। দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরা প্রসঙ্গে রোববার সকালে এনটিভি অনলাইনকে রোজিনা বলেন, ‘আগে যেমন লাগতো, এখনও তেমন লাগছে। চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’
২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমাটির মাধ্যমে অভিনেত্রীর পাশাপাশি পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন রোজিনা। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, এখন শুধু অভিনয়ে মন দিলেই বাকীসব হচ্ছে না। অন্যরা কেমন শুটিং করছে, খুঁটিনাটি সব বিষয় খেয়াল রাখতে হচ্ছে। তবে আগে থেকে প্রস্তুতি নেওয়া ছিল সে কারণে বেশি অসুবিধা হচ্ছে না।’
এদিকে, রোজিনার এই সিনেমার মাধ্যমে তিন বছর পর ক্যামেরা সামনে দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন। সবশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১৮ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ সিনেমায়। এক সময় ইলিয়াস কাঞ্চন-রোজিনা ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন। তাঁর সঙ্গে আবার পর্দায় ফিরতে পারে উচ্ছ্বসিত রোজিনা। এনটিভি অনলাইনকে বললেন, ‘খুবই ভালো লাগছে। আমরা আগে যেমন কাজের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করতাম, এখনও তেমন করছি।’
সিনেমাটির চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। তাঁর দেখা মুক্তিযুদ্ধের সময় গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবারের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। গেল গত ২ মার্চ থেকে শুরু হয়েছে শুটিং, চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।