ভারতকে শচীনের পরামর্শ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে ভারতের বোলাররা ভালো করবে বলে বিশ্বাস সাবেক তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের।
এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় থেকে আত্মবিশ্বাস নিতে পারে ভারত।
সম্প্রতি ইংল্যান্ডকে একটি টেস্ট ম্যাচে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। সর্বশেষ মার্চে খেলেছে বিরাট কোহলির ভারত।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতে ভারত। সাউথাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতের শক্তিশালী পেস অ্যাটাককে এগিয়ে রাখছেন শচীন।
ভুবেনশ্বর কুমার দলে না থাকলেও ভারতের পেস আক্রমণে আছেন, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও ইশান্ত শর্মার মতো বোলাররা।
এ ব্যাপারে শচীন বলেন, ‘সবাই প্রতিভাবান ও সফল বোলার। ফাইনালের মঞ্চে সেরাটা দেওয়ার সামর্থ্য আছে তাদের। একাদশে সুযোগ পেতে লড়াই করতে হবে অভিজ্ঞ ইশান্ত শর্মা ও সিরাজকে। অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফর্ম করেন সিরাজ।’
শচীন আরও বলেন, ‘তারা সবাই খুবই ভালো বোলার। আমি তাদের অনুশীলন দেখিনি, জানি না, কে ভালো ছন্দে আছে বা নেই। আমি মনে করি, ইশান্ত ও সিরাজের মধ্যে লড়াই চলেছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল ২৭ বছর বয়সী সিরাজের। পিছিয়ে পড়েও চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত।
ভারতের দুর্দান্ত পেস অ্যাটাক থাকার পরও, শচীনের আশা, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে একাদশ সাজানো হবে। যারা মিডল-অর্ডার ব্যাট করার সামর্থ্য রাখে।