অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করল উয়েফা
অ্যাওয়ে গোল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ক্লাব ফুটবলে অ্যাওয়ে গোলের সুবিধা বাতিল করেছে সংস্থাটি। উয়েফার বিবৃতির বরাত দিয়ে খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকম।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে অ্যাওয়ে গোলের বিষয়টি বাতিল করেছে উয়েফা। গত মাসে সংস্থাটির ক্লাব কম্পিটিশন কমিটি ও নারী ফুটবল কমিটির করা সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে।
গোল ডটকম জানিয়েছে, আগামী ২০২১-২২ মৌসুম থেকে উয়েফার সব ধরনের (পুরুষ, নারী ও যুব পর্যায়ের) ক্লাব প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম থাকবে না। নকআউট পর্বের পাশাপাশি বাছাইপর্বেও এই নিয়ম বহাল থাকবে।
১৯৬৫ সালে অ্যাওয়ে গোলের সুবিধার নিয়মটি চালু হয়। এতে দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিটে দুই দলের গোল সংখ্যা সমান হলে অ্যাওয়ে গোলের ভিত্তিতে জয়ী দল ঘোষণা করা হতো।
এখন থেকে সেটি আর হচ্ছে না। নতুন নিয়মে, দুই লেগ মিলিয়ে খেলা ১৮০ মিনিট অতিক্রম করলে দ্বিতীয় লেগের খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট খেলা হবে। তাতেও সমতা না আসলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
এ ব্যাপারে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেছেন, ‘১৯৬৫ সালে চালুর পর থেকে থেকে উয়েফার প্রতিযোগিতাগুলোর অবিচ্ছেদ্য অংশ ছিল অ্যাওয়ে গোল। কিন্তু গত কয়েক বছরে উয়েফার বিভিন্ন সভায় এই নিয়ম বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে। এই ব্যাপারে অবশ্য সবাই সম্মত হননি। কিন্তু কোচ, ভক্ত ও ফুটবলের সঙ্গে জড়িত অনেকেই এটার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ম বাতিলের পরামর্শ দিয়েছেন।’