প্রথমার্ধ শেষে সমতায় আর্জেন্টিনা-স্পেন
অলিম্পিক ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা ও স্পেন। শেষ আটে উঠতে হলে জিততেই হবে আর্জেন্টিনাকে। কিন্তু প্রথম ৪৫ মিনিটে কোনো সাফল্য পায়নি তারা।
শেষ আটে উঠা তাদের জন্য অনেক কঠিন। স্পেন এবারের অলিম্পিকে বেশ শক্তিশালী দল। তবে এই ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে। হারলে বা ড্র করলে হবে না।
অলিম্পিকে বর্তমান স্বর্ণজয়ী দল ব্রাজিল। এবারও তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ম্যাচেই তারা জার্মানিকে হারিয়েছে ৪-২ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। তবে দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে ড্র করে সেলেসাওরা। আজ সৌদি আরবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।
২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকের স্বর্ণজয়ী আর্জেন্টিনার শুরুটা হতাশার হলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। মিশরকে ১-০ গোলে হারানো আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে তিন নম্বরে রয়েছে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।