বরিশালে জীবনানন্দ মেলার উদ্বোধন
আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে বরিশালে তিন দিনের মেলা শুরু হয়েছে।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার গতকাল শুক্রবার সকাল দশটায় অমৃতলাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে মেলার উদ্বোধন করেন।
ড. পবিত্র সরকার বলেন, রবীন্দ্র পরবর্তীতে জীবনানন্দ দাশ অত্যন্ত শক্তিশালী একজন কবি। তাঁর জীবদ্দশায় সব লেখা প্রকাশিত হয়নি বলে এখন প্রতিদিনই জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা হয়। এটা যেমন পশ্চিমবঙ্গে হচ্ছে তেমনি বাংলাদেশেও হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পবিত্র সরকার মনে করেন, জীবনানন্দ দাশকে প্রকাশ করার মধ্য দিয়ে আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে ও আমরা উপকৃত হবো। তিনি এই মেলা জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
এরপর জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
উদ্বোধনী পর্বের পর শোভাযাত্রা বের হয়ে জীবনানন্দ দাশ অঙ্গনে গিয়ে সাহিত্যের আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. পবিত্র সরকার, কথা সাহিত্যিক ড. হরিশংকর জলদাস এবং লেখক ও চিত্রশিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেন প্রমুখ।
তিন দিনের এই মেলায় গুনীজন সংবর্ধনা, সম্মাননা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় গ্রন্থ প্রদর্শনীরও ব্যবস্থা আছে।