বেনাপোল রেলস্টেশন এলাকায় যুবকের লাশ
যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, সকালে রেলস্টেশন এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ওসি জানান, ওই ব্যক্তির শরীরে জখমের একাধিক চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।