কাবুলে ড্রোন হামলা : ১০ জনের পরিবারকে অর্থ দিতে চায় যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ড্রোন হামলায় নিহত ১০ জনের পরিবারের সদস্যদের সান্তনা হিসেবে অর্থ দিতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ খবর জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার রাতে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি অর্থ দেওয়ার পরিকল্পনার কথা জানালেও নিহত আফগানদের পরিবারকে কী পরিমাণ অর্থ দিতে চায় তা বলেনি পেন্টাগন। পরিবারের সদস্যদের মধ্যে যারা স্থায়ীভাবে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসতি করতে চান, তাদের নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ২৯ আগস্ট বিকেলে কাবুলের একটি বাড়ির আঙিনায় ড্রোন হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। তাতে সাত শিশুসহ ১০ জন সাধারণ নাগরিক নিহত হয়। বলা হয়েছিল, আইএসের স্থাপনায় হামলাটি চালানো হয়েছে। তবে তাদের কেউই সন্ত্রাসী সংগঠন আইএসের সঙ্গে জড়িত নয় বলে পরে জানা যায়।
হামলায় নিহত জেমারি আহমাদি যে সংস্থায় চাকরি করতেন, সেই নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্টিভেন কৌনের সঙ্গে গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিবিষয়ক উপমন্ত্রী কলিন কাল।