শিশুদের যৌন নিপীড়নের ক্ষতিপূরণে সম্পত্তি বিক্রি করছে ফরাসি গির্জা
৭০ বছর ধরে পাদ্রিদের যৌন নির্যাতনের শিকার হাজার হাজার শিশুকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্পত্তি বিক্রি করবে বলে জানিয়েছে ফ্রান্সের ক্যাথলিক চার্চ।
ইন্ডিপেনডেন্ট কমিশন অন সেক্সুয়াল অ্যাবিউজ ইন চার্চের (সিআইএএসই) একটি বড় তদন্ত প্রতিবেদন প্রকাশের এক মাস পর এই ঘোষণা এলো।
ওই প্রতিবেদনে ১৯৫০ সাল থেকে ফরাসি ক্যাথলিক গির্জাগুলোতে আনুমানিক তিন লাখ ৩০ হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানানো হয়। খবর ফ্রান্স২৪-এর।
ফ্রান্সের শীর্ষ বিশপ, এরিক ডি মৌলিনস-বিউফোর্ট সোমবার এক বিবৃতিতে বলেন, পবিত্র স্থান লর্ডসের জ্যেষ্ঠ পাদ্রিদের বৈঠকে গির্জার প্রাতিষ্ঠানিক দায়িত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গির্জা ‘স্বীকৃতি এবং ক্ষতিপূরণের পথে যাওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান রেইমসের আর্চবিশপ মৌলিনস-বিউফোর্ট।
আর্চবিশপ বলেন, ‘বিশপদের নিয়ে গঠিত ক্ষতিপূরণ তহবিল থেকে ‘রিয়েল এস্টেট এবং অন্যান্য খাতে বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণের অর্থ যতটুকু পারা যায় সংগ্রহ করবে।’
ক্যাথলিক চার্চ প্রয়োজনে তহবিলের জন্য ঋণ নেওয়ার কথাও বিবেচনা করছে বলে জানান তিনি। তবে তিনি এ ক্ষতিপূরণ তহবিলের অর্থের পরিমাণ বা এর জন্য বিক্রি করা হতে পারে এমন সম্পত্তির উল্লেখ করেননি।
এর আগে, গত অক্টোবরের তদন্তে দেখা গেছে, ফরাসি গির্জা এ বিষয়ে ‘বহু বছর ধরে গভীর এবং নিষ্ঠুর উদাসীনতা’ দেখিয়েছিল এবং নির্যাতনের শিকারদের রক্ষা করার পরিবর্তে নিজেদের রক্ষা করতেই এগিয়ে গিয়েছিল। এর মাধ্যমে এতো দিনের নির্যাতনের অপরাধ ঢেকে রাখা হয়েছিল।
অনুসন্ধানটিকে ‘লজ্জার মুহূর্ত’ বলে অভিহিত করে পোপ ফ্রান্সিস তখন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে যৌন নির্যাতনের প্রতিবেদনে তিনি দুঃখিত। পোপ বলেন, ‘ভুক্তভোগীদের কাছে আমি তাদের সহ্য করা ট্রমাগুলোর জন্য আমার দুঃখ এবং বেদনা প্রকাশ করতে চাই। আমার লজ্জা, আমাদের লজ্জা, যে এত দিন ধরে চার্চ এটিকে তার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রাখতে অক্ষম ছিল।’