শিবচরে পথরোধ করে কুপিয়ে হত্যার অভিযোগ
মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দাদন চোকদার (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর পৌরসভার পূর্ব শ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দাদন চোকদার ওই এলাকার মৃত আদম চোকদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিগত এক বছর আগে প্রতিপক্ষ শেখ ফরিদ, সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখদের সঙ্গে দাদনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আজ দুপুরে দাদন বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে সেলিম শেখ, মেহেদি মাদবর, নজরুল শেখসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দাদনের পথরোধ করে। পর্যায়ক্রমে কুপিয়ে দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন করে। পরে বুকে ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। আহত দাদনকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই দাদনের মৃত্যু হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রকিবুল হাসান জানান, আহত দাদনের বাম পা সন্ত্রাসীরা বিচ্ছিন্ন করে ফেলেছে। হাসপাতালে আমারা দাদনের বাম পা পাইনি।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।