আপনার জিজ্ঞাসা
অজু করার সময় হাত তিনবার ধোয়া কি বাধ্যতামূলক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৭৭তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, অজু করার সময় হাত তিনবার ধোয়াটা কি বাধ্যতামূলক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অজু করার সময় হাত তিনবার ধোয়াটা কি বাধ্যতামূলক? টিউবওয়েলে নিচে অজু করলে কি তিনবার ধুতেই হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রশ্ন। আপনি যদি কলের নিচে অজু করেন তাহলে তিনবারই কলের নিচে হাত নিতে হবে এটা শর্ত নয়। আপনি যদি একবারে সুন্দর করে ধোয়ার কাজ সম্পন্ন করতে পারেন বা পানি পৌঁছে দিতে পারেন তাহলে আপনার রুকুন পালন হবে। এই নিয়ে সন্দেহ নেই। তবে, তিনবার ধোয়াটা হলো সুন্নাহ। সুন্নাহ মানাটা অবশ্যই উত্তম। কিন্তু আপনি, একবার করলেই আপনার রুকুন পালন হবে। তিনবার করলে আপনার কোনো কনফিউশন থাকবে না। আর একবারে যদি কোনো ভাই নিশ্চিত হয়ে যান যে—আপনি সঠিকমতো পানি পৌঁছাতে পেরেছেন তাহলেই হয়ে যাবে।