আপনার জিজ্ঞাসা
মহররমের রোজা কয় তারিখে রাখা উত্তম?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৫৫৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, মহররমের রোজা কয় তারিখে রাখা উত্তম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মহররমে যদি দুটি রোজা রাখতে চাই, তাহলে মহররমের রোজা ৯ ও ১০ তারিখ রাখতে হবে, নাকি ১০ ও ১১ তারিখ রাখতে হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মহররমের রোজা যদি আপনি দুটি রাখতে চান, তাহলে ৯ ও ১০ তারিখ রাখবেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘যদি আমি আগামী বছর জীবিত থাকি, আমি নবম তারিখেও রোজা রাখব।’
এই হাদিসের বক্তব্য থেকে বোঝা যায়, নবী (সা.) ৯ তারিখেও রোজা রাখার আগ্রহ প্রকাশ করেছেন। হাদিসে আরো এসেছে, এরপর নবী (সা.) ৯ তারিখে রোজা রাখতে পারেননি, অর্থাৎ নবীজি জীবিত ছিলেন না। মৃত্যুর আগের বছর নবী (সা.) এই বক্তব্যটুকু দিয়ে গেছেন।
তাই কেউ যদি মনে করেন, আশুরার রোজা দুই দিন রাখবেন, তাহলে ৯ ও ১০ তারিখে রাখাই উত্তম। এ ছাড়া ৯, ১০ ও ১১ তারিখেও রোজা রাখার বিষয়টি ওলামায়ে কেরামরা উল্লেখ করেছেন। মহররমের এই তিন দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে মহররমের ১০ তারিখের রোজাটাও নিশ্চিত হয়ে যাবে এবং প্রত্যেক মাসের তিন দিনের রোজাও রাখা হয়ে যাবে।
সুতরাং, যাঁরা প্রতি মাসে তিন দিন রোজা রাখেন, তাঁরা ৯, ১০ ও ১১ তারিখে রোজা রাখলে সেটি পরিপূর্ণ রোজা হয়ে যাবে। তবে একটি হাদিসে এসেছে, ‘তোমরা ১০ তারিখের আগে ও পরে রোজা রাখো। কিন্তু সনদের দিক থেকে হাদিসটি দুর্বল, গ্রহণযোগ্য নয়।