১০ কোম্পানির দখলে ৩৬ শতাংশ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে পার করল গত সপ্তাহ (৬ থেকে ৯ অক্টোবর)। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমলেও মূলধন পরিমান বেড়েছে। আলোচিত সপ্তাহে ৩৬ শতাংশ লেনদেন দশটি কোম্পানির দখলে ছিল। এ সময় বেশিরভগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ তথ্য মতে, আগের সপ্তাহ থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ কমেছে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা বা ১৩ দশমিক ৯৭ শতাংশ। যেখানে ডিএসইতে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৩০১ কোটি টাকা বা দশমিক ৩৪ শতাংশ। আলোচিত সপ্তাহে লেনদেন হয়েছে এক হাজার ৪৬৬ কোটি টাকা। যার ৩৬ দশমিক ২১ শতাংশ মাত্র দশটি কোম্পানির দখলে ছিল। কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টমস, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, সোশ্যাল ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস এবং ইবনে সিনা ফার্মা। সপ্তাহটিতে লেনদেনে অংশ নেওয়া ৫৩ দশমিক ৪২ শতাংশ কোম্পানির শেয়ারদর উত্থান হয়েছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (৯ অক্টোবর) পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৭৪ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকায়। যা আগের সপ্তাহের বৃহস্পতিবারে (৩ অক্টোবর) এই মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ১১৫ কোটি ৫৭ লাখ টাকায়। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪৬৬ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ১৩১ কোটি টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৬৬ কোটি টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪২৬ কোটি টাকা।
সপ্তাহটিতে প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স ৪০ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪২২ দশমিক শূন্য ছয় পয়েন্টে। ডিএসই৩০ সূচক পাঁচ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৯৮৪ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসএমইএক্স সূচক ৫৮ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১১৪ দশমিক ৮২ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ২০৫ দশমিক ৮৭ পয়েন্টে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের মধ্যে অগ্নি সিস্টমসের সাত দশমিক শূন্য চার শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের পাঁচ দশমিক ১৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের চার দশমিক ৮১ শতাংশ, ইসলামী ব্যাংকের চার দশমিক ২৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের তিন দশমিক ২৩ শতাংশ, গ্রামীণফোনের দুই দশমিক ৯৯ শতাংশ, স্কয়ার ফার্মার দুই দশমিক ৬৭ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই দশমিক ২০ শতাংশ, টেকনো ড্রাগসের এক দশমিক ৯৫ শতাংশ এবং ইবনে সিনা ফার্মার এক দশমিক ৮৪ শতাংশ হয়েছে।
গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১১টির বা ৫৩ দশমিক ৪২ শতাংশ, দর কমেছে ৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির। লেনদেন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার।