অলিম্পিক থেকে ছিটকে গেলেন মার্কিন টেনিস তারকা
অলিম্পিকে অংশ নেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এবার আসর থেকে ছিটকে গেলেন আরেক মার্কিন তারকা। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ থেকে নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হলেন কোকো গফ।
আগামী শুক্রবার পর্দা উঠছে টোকিও অলিম্পক গেমসের। এর আগেই দুর্ভাগ্যের শিকার গফ। তাই অলিম্পকে অংশ নেওয়া সম্ভব নয় তাঁর।
যুক্তরাষ্ট্রের টেনিস সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোকো গফের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে আমরা খুবই দুঃখিত। তাই আসন্ন টোকিও অলিম্পিক গেমসে অংশ নেওয়া সম্ভব নয় তার। আমাদের পক্ষ থেকে ওকে এই হতাশাজনক পরিস্থতি কাটিয়ে উঠার জন্য অনেক শুভকামনা রইল, আশা করছি দ্রুতই সুস্থ হয়ে আবার কোর্টে ফিরবে সে।’
অলিম্পিকে অংশ নিতে না পারায় হতাশ গফ, ‘অলিম্পিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। আশা করছি ভবিষ্যতে আমার সেই স্বপ্নপূরণ করার আরও সুযোগ পাব।’