ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে হালেপ
ইউএস ওপেনে নিজের শুরুটা দারুণভাবে রাঙালেন মেয়েদের র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সিমোনা হালেপ। নিজের প্রথম ম্যাচে ইতালির কামিলা জর্জিকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেন হালেপ।
নিউইয়র্কে গতকাল সোমবার উদ্বোধনী দিন জর্জির বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয় পান রোমানিয়ান তারকা হালেপ।
ইনজুরির কারণে এই বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউম্বলডনে অংশ নিতে পারেননি হালেপ। এবার ফিট হয়ে কোর্টে ফেরাটা দারুণ হলো হালেপের। তাঁর লক্ষ্য গ্র্যান্ড স্ল্যাম জয়ে এগিয়ে যাওয়া। সেই স্বপ্ন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী হালেপ পূরণ করতে পারেন কি না সেটাই দেখার।
দিনের আরেক ম্যাচে মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন নবম বাছাই স্পেনের গার্বিনে মুগুরুসা। ক্রোয়েশিয়ার দোনা ভেকিচের বিপক্ষে তিনি অবশ্য কষ্ট করেই জয় পেয়েছেন। ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ের পর ৭-৬ (৪), ৭-৬ (৫) গেমে জিতেছেন দুবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মুগুরুসা ।